Ridge Bangla

জটিল রোগে ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জোভান

দীর্ঘমেয়াদী এক জটিল রোগে ভুগছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। শনিবার (২৮ জুন) রাত ৮টা ৪৩ মিনিটে নিজের ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে তিনি জানান, দীর্ঘদিন ধরে তিনি মাইগ্রেনের সমস্যায় ভুগছেন।

পোস্টে নিজের একটি ছবি সংযুক্ত করে জোভান লেখেন, “আমার মাইগ্রেন আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করুন। আমরা ভালো থাকিই বা কয়দিন?” তিনি লেখেন, “বেশি গরম পড়লে মাথাব্যথা করে, আবার বেশি শীত পড়লেও মাথাব্যথা করে। এখন বৃষ্টির সিজন, বৃষ্টির পানি মাথায় পড়লেও মাথাব্যথা করে। রোদে গেলে বাড়ে, আগুনের তাপে বাড়ে, চোখে আলো পড়লে বাড়ে, খুব সাউন্ডে বাড়ে। একটু এদিক-সেদিক হলেই ব্যথা এসে হাজির। তাই বলছি, যাদের মাইগ্রেন আছে, তাদের একটু স্পেশাল কেয়ার করা উচিত। আমাদের জীবনে কিন্তু শান্তি খুব কম থাকে।”

জোভানের এই পোস্টে ভক্তদের অনেকে তার প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং সুস্থতা কামনা করেন।

উল্লেখ্য, ২০১১ সালে একটি বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় প্রবেশ করেন জোভান। ২০১৩ সালে আতিক জামানের পরিচালনায় ‘ইউনিভার্সিটি’ ধারাবাহিকে অভিনয়ের মধ্য দিয়ে নাটকে অভিষেক ঘটে তার। এরপর একের পর এক জনপ্রিয় নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেন তিনি।

সম্প্রতি কোরবানির ঈদে মুক্তি পাওয়া তার অভিনীত নাটক ‘আশিকী’ ব্যাপক সাড়া ফেলে। নাটকটি ইউটিউব ট্রেন্ডিংয়ে কয়েক সপ্তাহ শীর্ষে ছিল। এতে তার বিপরীতে অভিনয় করেন নাজনীন নাহার নিহা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ৫৩

আরো পড়ুন