Ridge Bangla

রাশমিকার সিনেমা দেখতে গিয়ে সিনেমা হলের ছাদ ধসে আহত দর্শক

রাশমিকা মান্দানা, ধানুশ ও নাগার্জুনা অভিনীত আলোচিত তেলেগু সিনেমা ‘কুবেরা’ দেখতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দর্শকরা। ভারতের তেলেঙ্গানার মেহবুবাবাদে এশিয়ান মুকুন্ডা সিনেমা হলে সিনেমা চলাকালীন ছাদের একটি অংশ ভেঙে পড়ে দর্শকদের ওপর। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

ঘটনাটি ঘটে বুধবার (২৬ জুন) রাত সাড়ে ১১টার দিকে। ছাদ ধসে পড়ায় দুজন দর্শক সামান্য আহত হন এবং তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তবে বড় ধরনের কোনো প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সিয়াসাত-এর এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর দর্শকরা থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধে অব্যবস্থাপনার অভিযোগ তোলেন। অনেকে থিয়েটার ম্যানেজমেন্টের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। যদিও পরে পুলিশ জানায়, ক্ষতিগ্রস্তদের সঙ্গে কর্তৃপক্ষের সমঝোতা হওয়ায় কোনো মামলা দায়ের করা হয়নি।

ঘটনার ছবি ও ভিডিও বৃহস্পতিবার সকাল থেকেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এক্স (সাবেক টুইটার) ব্যবহারকারীরা দক্ষিণ ভারতের সিঙ্গেল স্ক্রিন থিয়েটারগুলোর জীর্ণ অবস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কেউ কেউ লেখেন, “একদিন গুন্টুরের ‘নাজ’ থিয়েটারেও এমন দুর্ঘটনা ঘটতে পারে।” আরেকজন মন্তব্য করেন, “প্রযোজকরা মুখে বলেন থিয়েটারের যত্ন নিতে হবে, কিন্তু বাস্তবে দর্শকদেরই নিজেদের রক্ষা করতে হচ্ছে।”

প্রসঙ্গত, ১২০ কোটি রুপি বাজেটের ‘কুবেরা’ সিনেমাটি পরিচালনা করেছেন শেখর কাম্মুলা। মুক্তির এক সপ্তাহের মধ্যেই এটি ভারতে আয় করেছে ৬৭ কোটি এবং বিশ্বব্যাপী ৮১ কোটি রুপি। দুর্ঘটনার ফলে ছবির বক্স অফিসে প্রভাব পড়বে কিনা, তা নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন