যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর মুখপাত্র। তিনি বলেন, “চোখ খুলুন এবং অপ্রাসঙ্গিক ও বিক্ষিপ্ত আচরণ বন্ধ করুন।”
ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে আইআরজিসি মুখপাত্র এই বক্তব্য দেন। তিনি ট্রাম্পের কথাগুলোকে “বেহুদা” ও “পরাজয়ের হতাশা থেকে জন্ম নেওয়া” বলে উল্লেখ করেন। তাঁর মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সঙ্গে ১২ দিনের যুদ্ধে চরম ব্যর্থতার শিকার হয়েছে, এবং ট্রাম্পের প্রতিক্রিয়া সেই ব্যর্থতারই প্রতিফলন।
শনিবার ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ইরানিদের জন্য আয়োজিত রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠানে আইআরজিসি মুখপাত্র বলেন, “আজ ইরানের জন্য একটি ঐতিহাসিক ও নির্ধারক দিন। শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই গণসমাবেশ শত্রুদের উদ্দেশে আমাদের শক্তির বার্তা পৌঁছে দিয়েছে।”
তিনি বলেন, “১২ দিনের যুদ্ধে ইসরাইলের ধ্বংসাত্মক পরাজয় ট্রাম্পকে ভারসাম্যহীন করে তুলেছে। তাই তিনি এখন লাগামহীন ও অযৌক্তিক প্রতিক্রিয়া দেখাচ্ছেন।”
আরও যোগ করে তিনি বলেন, “ইসরাইলি দখলদার শাসন ও ট্রাম্প—দুজনেই তাঁদের ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। বরং ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা এখন তেল আবিবে অস্তিত্ব সংকট তৈরি করেছে।”
মুখপাত্র বলেন, “ট্রাম্প এখনো বুঝতে পারছেন না যে, ইরানের প্রকৃত শক্তির উৎস কোথায়। আমাদের সর্বোচ্চ নেতা ঠিকই বলেছেন, ‘তিনি (ট্রাম্প) এমন কথা বলেন, যা তার মুখ ধারণ করতে পারে না।’”
তিনি আরও বলেন, “ট্রাম্প ভাবেন, ভিত্তিহীন কথাবার্তা বলে বিশ্বব্যাপী ইরানের বিজয়ের ভাবমূর্তি নষ্ট করা যাবে—কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন।”