জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান ‘কমপ্লিট শাটডাউন’সহ সব ধরনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। রোববার (২৯ জুন) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।
সরকারের উচ্চ পর্যায়ে গঠিত উপদেষ্টা কমিটি এবং ব্যবসায়ী সংগঠনগুলোর আশ্বাসে এই কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। গত কয়েকদিন ধরে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের পদত্যাগ ও রাজস্ব খাতে প্রশাসনিক সংস্কারের দাবিতে আন্দোলনে ছিলেন এনবিআরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
রোববার দ্বিতীয় দিনের মতো পালিত হয় ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের বাইরে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অবস্থান নেন আন্দোলনকারীরা। তারা অভিযোগ করেন, এনবিআরের ভেতরে দীর্ঘদিন ধরে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও একক কর্তৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে অচলাবস্থা তৈরি হয়েছে।
আন্দোলনকারীরা দাবি করেন, একটি আধুনিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করতেই তাদের আন্দোলন। তবে সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন এবং ব্যবসায়ী সংগঠনগুলোর মধ্যস্থতায় সংকট সমাধানের প্রতিশ্রুতিতে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।
এই ঘোষণার ফলে রাজস্ব আহরণ কার্যক্রম আবারও স্বাভাবিকভাবে শুরু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তারা মনে করছেন, দীর্ঘমেয়াদি টেকসই সমাধানের জন্য এনবিআরের ব্যবস্থাপনায় কাঠামোগত সংস্কার জরুরি।