২০২৪-২৫ অর্থবছরে দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ১,২৭৪ জন শিক্ষার্থী বিশেষ অনুদান পাচ্ছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় বলা হয়েছে, প্রতিজন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
এই তালিকা শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখার উপসচিব লিউজা-উল-জান্নাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে।
ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ২,৪৫০ জন, নবম ও দশম শ্রেণির ১,৫৯৭ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ১,৪২৮ জন শিক্ষার্থীকে বিশেষ অনুদানের জন্য মনোনীত করা হয়েছে।
এছাড়া দেশের ১০১টি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানকে এককালীন এক লাখ টাকা করে বিশেষ অনুদান দেওয়া হবে বলেও জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
নির্বাচিত শিক্ষার্থীদের অনুদানের টাকা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে সরাসরি তাদের মোবাইল নম্বরে পাঠানো হবে। এতে কোনো প্রকার দাপ্তরিক জটিলতা ছাড়াই শিক্ষার্থীরা সহজে এই সহায়তা গ্রহণ করতে পারবেন।
এই বিশেষ অনুদান শিক্ষার্থীদের পড়াশোনার ব্যয় মেটাতে উল্লেখযোগ্য সহায়তা করবে বলে আশা করছে শিক্ষা মন্ত্রণালয়।