Ridge Bangla

লালমনিরহাটে মৃত মুরগি নিয়ে থানায় হাজির নারী

লালমনিরহাটে মৃত মুরগি নিয়ে থানায় হাজির নারী

লালমনিরহাটে নিজ বাড়ির মুরগি হত্যার অভিযোগ তুলে থানায় হাজির হয়েছেন রশিদা বেগম নামে এক নারী। শনিবার (৫ এপ্রিল) বিকেলে সদর থানায় মৃত ৫টি মুরগি হাতে নিয়ে হাজির হন তিনি। কান্নায় ভেঙে পড়েন রশিদা বেগম, যিনি লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের বাংলা বাজার এলাকার বাসিন্দা।

কান্নাজড়িত কণ্ঠে রশিদা বেগম জানান, পরম যত্নে লালন-পালন করা মুরগিগুলোর প্রতিদিনের মতো শনিবার সকালেও খাবার দিয়ে বাড়ির উঠানে ছেড়ে দেন তিনি। এরপর পাশের একজনকে দেখে রাখার অনুরোধ করে কাজে বেরিয়ে যান। বিকেলে ফিরে এসে দেখেন তার ১১টি মুরগির সবগুলোই মৃত অবস্থায় পড়ে আছে।

তার অভিযোগ, কেউ শত্রুতা করে বা ইচ্ছাকৃতভাবে বিষ প্রয়োগ করে মুরগিগুলো হত্যা করেছে। তিনি বলেন, “ভিক্ষা করে এই মুরগিগুলো কিনেছিলাম। এটাই ছিল আমার শেষ সম্বল। ডিম বিক্রি করতাম, বাচ্চা ফুটিয়ে বড় করার স্বপ্ন ছিল। কারা আমার এত বড় সর্বনাশ করলো জানি না। আমি গরিব মানুষ, কার কী ক্ষতি করেছি!”

রশিদা বেগম আরও জানান, তার ১১টি মুরগির মধ্যে ৫টি নিয়ে থানায় গিয়ে বিচার দাবি করেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

আরো পড়ুন