Ridge Bangla

প্রধান উপদেষ্টা-সিইসি বৈঠকের বিষয় স্পষ্ট করার দাবি সালাহউদ্দিন আহমেদের

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টা এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকের বিষয়বস্তু স্পষ্টভাবে জনগণের সামনে উপস্থাপনের দাবি জানিয়েছেন।

শুক্রবার (২৭ জুন) বিকেলে গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “বিএনপির ধারণা, এই বৈঠকটি জাতীয় নির্বাচন সংক্রান্ত আলোচনার উদ্দেশ্যেই হয়েছিল। আমাদের মতে, সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় স্থানীয় নির্বাচন আয়োজনের কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচন ঘিরেই জনগণের প্রত্যাশা। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের লক্ষ্যই জাতীয় নির্বাচন। নির্বাচন কমিশনের দায়িত্ব হওয়া উচিত সে নির্বাচন নিশ্চিত করা।”

সালাহউদ্দিন দাবি করেন, “জামায়াত হয়তো স্থানীয় সরকার নির্বাচন চায়, কিন্তু অধিকাংশ রাজনৈতিক দল জাতীয় নির্বাচনকেই অগ্রাধিকার দেয়। দেশের স্বার্থে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় নির্বাচনই এখন সবচেয়ে জরুরি।”

তিনি আরও আশা প্রকাশ করেন, “অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষভাবে কাজ করবে এবং চলমান রাজনৈতিক সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।”

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। যদিও বৈঠকটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে জোর আলোচনা চলছে।

আরো পড়ুন