মিশরের মেনুফিয়া প্রদেশের আশমাউন শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২৭ জুন) সকালে শ্রমিকবাহী একটি মিনিবাস বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। খবর নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
স্থানীয় পুলিশ জানায়, হতাহতদের আশেপাশের মনোফ, আশমাউন, সেরস এল লায়ান, কুইস্না, এল বাগোর ও শেবিন এল কৌম এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, অতিরিক্ত গতি এবং বেপরোয়া চালনার কারণেই ট্রাক ও মিনিবাসের মধ্যে সংঘর্ষ ঘটে।
এ ঘটনায় দেশটির শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান নিহতদের পরিবারপ্রতি দুই লাখ মিশরীয় পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ লাখ টাকা) এবং আহতদের প্রত্যেককে ২০ হাজার পাউন্ড (প্রায় ৫০ হাজার টাকা) ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যম আল-মাসরি আল-ইয়ুম জানিয়েছে, মিশরে প্রতি বছর সড়ক দুর্ঘটনায় বিপুল সংখ্যক মানুষ নিহত হন। এর পেছনে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, অতিরিক্ত গতি, সড়কের দুরবস্থা এবং ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়নের অভাব। এই দুর্ঘটনা দেশটির সড়ক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।