‘গণঅভ্যুত্থান ২০২৪ – জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ কর্মসূচিকে সফলভাবে বাস্তবায়নের জন্য দুটি উপ-কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রোববার (২৯ জুন) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত পৃথক দুটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রথম কমিটি হলো ‘মিডিয়া উপ-কমিটি’, যার উদ্দেশ্য দেশি-বিদেশি গণমাধ্যমে কর্মসূচির প্রচার এবং জুলাই-আগস্ট মাসজুড়ে বিভিন্ন গণআন্দোলন, জাতীয় শোক দিবস ও বিজয়ের বর্ষপূর্তি উদযাপন সম্পর্কিত কর্মকাণ্ডে সহায়তা প্রদান। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন। কমিটিতে আরও রয়েছেন সাংবাদিক শাম্মী আক্তার, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংবাদিক আলী মামুদসহ মোট ১৬ জন।
দ্বিতীয় কমিটি হলো ‘বাস্তবায়ন উপ-কমিটি’, যার দায়িত্ব থাকবে ‘গণতান্ত্রিক পদযাত্রায় শিশু’ শীর্ষক বিশেষ আয়োজনে সহায়তা করা। এই কমিটির আহ্বায়ক হয়েছেন বিএনপি পরিবারের আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন এবং সদস্য সচিব সানজিদা ইসলাম তুলি। কমিটিতে আরও সদস্য হিসেবে রয়েছেন কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন), জাহিদুল ইসলাম রনি, আফরোজা ইসলাম আঁখিসহ মোট ১২ জন।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, গঠিত কমিটিগুলো শিগগিরই কার্যক্রম শুরু করবে এবং কর্মসূচি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।