জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ প্রকল্পে বাংলাদেশ সরকারের সঙ্গে ঋণচুক্তি স্বাক্ষর করেছে জাপানের উন্নয়ন সংস্থা জাইকা (জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি)।
শুক্রবার (২৭ জুন) রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ERD) সম্মেলনকক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং জাইকার পক্ষে সংস্থাটির বাংলাদেশ কার্যালয়ের চিফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তোমোহিদে।
চুক্তির আওতায় বাংলাদেশ প্রায় ৭ হাজার ৬৯৪ কোটি টাকা (জাপানি ওডিএ সহায়তা) ঋণ পাবে। প্রকল্পটির আওতায় ১৬২ কিলোমিটার দীর্ঘ ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হবে, যা রাজধানী ঢাকা ও দেশের পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও জোরদার করবে।
এটি জাইকার অর্থায়নে নির্মিত যমুনা রেলসেতুর পূর্ণ সম্ভাবনাও কাজে লাগাতে সহায়ক হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইচিগুচি তোমোহিদে বলেন, “বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের যাত্রায় জাইকার সহায়তা আগামীতেও অব্যাহত থাকবে।” এ সময় ইআরডি সচিব জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “জাপান সবসময় বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী।”