Ridge Bangla

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর বিধি জারি করেছে সরকার

সরকারি চাকরিজীবীদের জন্য কঠোর উপস্থিতি বিধি জারি করেছে আইন মন্ত্রণালয়। এখন থেকে অফিস সময় শেষ হওয়ার আগে—অর্থাৎ বিকাল ৫টার পূর্বে—কেউই দপ্তর ত্যাগ করতে পারবেন না।

অফিস চলাকালীন জরুরি প্রয়োজনে বাইরে যেতে হলে নিজ অনুবিভাগ প্রধানের অনুমতি নিতে হবে এবং অফিস ত্যাগের রেজিস্ট্রারে এন্ট্রি করতে হবে। এই নির্দেশনা সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯ অনুযায়ী কার্যকর হবে।

গত ২৩ জুন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ (বিচার শাখা-৫) থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

বিধিমালায় বলা হয়েছে, কর্মদিবসে সকাল ৯টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত হতে হবে। বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিত থাকা, অফিস ত্যাগ করা, কিংবা দেরিতে অফিসে আসা যাবে না। এ ধরনের ব্যত্যয় ঘটলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী শৃঙ্খামূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিধিমালায় আরও বলা হয়, দেরিতে অফিসে উপস্থিত হলে বেতন কাটা বা বরাদ্দকৃত ছুটি থেকে কর্তনের ব্যবস্থা নেওয়া হতে পারে। একাধিকবার এ ধরনের অনিয়ম ঘটলে সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তনের বিধানও রয়েছে।

এই নির্দেশনার মাধ্যমে সরকারি কর্মস্থলে শৃঙ্খলা, পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন