Ridge Bangla

বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের অ্যাডহক কমিটি থেকে ভিসি ও প্রো-ভিসিদের পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অ্যাডহক কমিটির সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্য হিসেবে দায়িত্ব পালনকারী পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারারদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট পদগুলোতে এবার অন্যান্য পেশার ব্যক্তিদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১২ মে জারিকৃত চিঠির ভিত্তিতে এই পরিবর্তন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, নতুনভাবে মনোনীত ব্যক্তিদের নাম কলেজ বা প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে এবং অধ্যক্ষদের এসব পদে দায়িত্ব হস্তান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয় ভবিষ্যতে এইসব পদে পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ট্রেজারারদের প্রস্তাব না করার জন্য সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের অনুরোধ জানিয়েছে।

এই পরিবর্তনের ফলে প্রশাসনিক কাঠামোতে কিছুটা পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, যদিও নতুন নিয়োগপ্রাপ্তদের বিষয়ে বিস্তারিত এখনো জানা যায়নি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন