Ridge Bangla

দেশের শিক্ষাব্যবস্থায় আসছে নতুন শিক্ষা কারিকুলাম

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে আবারও প্রণয়ন করা হচ্ছে নতুন শিক্ষা কারিকুলাম। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, ২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষামূলকভাবে নতুন কারিকুলাম চালু করা হবে এবং পরবর্তী সময়ে তা ধাপে ধাপে অন্যান্য শ্রেণিতে সম্প্রসারিত হবে।

এনসিটিবির সচিব অধ্যাপক মো. সাহতাব উদ্দিন জানান, বর্তমানে এই কারিকুলাম প্রণয়নের কাজ একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। দেশের রাজনৈতিক সরকার গঠনের পর বিষয়টি দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হবে। নতুন কারিকুলাম তৈরির ক্ষেত্রে বিভিন্ন দেশের মডেল ও আন্তর্জাতিক মান যাচাই করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিজ্ঞতালব্ধ, জ্ঞাননির্ভর ও বাস্তবভিত্তিক পাঠদান পদ্ধতির ওপর গুরুত্ব থাকবে এই কারিকুলামে। যদিও এখনো পাঠদানের ধরন বা মূল্যায়ন পদ্ধতি চূড়ান্ত হয়নি। এনসিটিবি জানিয়েছে, এই বিষয়ে চলমান রয়েছে বিভিন্ন অ্যাসেসমেন্ট ও গবেষণা কার্যক্রম। আগামী জুলাই মাসে এ নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হবে, যেখানে প্রাথমিক খসড়া ও দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা হবে।

বিশেষজ্ঞদের মতে, রাজনৈতিক সরকার গঠনের পর সরকারপ্রধানের দিকনির্দেশনার ওপর নির্ভর করবে কারিকুলামের অনেক দিক। এ পরিবর্তনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থায় গুণগত উন্নয়ন ঘটানোর প্রত্যাশা করছে এনসিটিবি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন