পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে খান শহিদ ওরফে ডলার শহিদ (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২৭ জুন) বিকেলে শহরের মসিদ বাড়ী সড়ক এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত শহিদ পিরোজপুর পৌর এলাকার বাসিন্দা এবং মজিবুল হক খানের ছেলে। জানা গেছে, তিনি একসময় আওয়ামী লীগের এক সাবেক জনপ্রতিনিধির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন।
এই ঘটনায় পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর আহমেদ সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে বলা হয়, চলতি বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি থেকে তানভীরসহ কয়েকজন সাংবাদিকের ছবি ও নাম ব্যবহার করে উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়। পোস্টটি শতাধিক ফেসবুক গ্রুপে শেয়ার করা হয়।
জেলা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তদন্তে নেমে শহিদের সংশ্লিষ্টতা শনাক্ত করে এবং পরে তাকে গ্রেফতার করে। পিরোজপুর সদর থানার ওসি (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী দায়ের করা মামলায় শহিদকে গ্রেফতার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।