Ridge Bangla

হিরো আলমের আত্মহত্যার চেষ্টা, পাশে ছুটে গেলেন স্ত্রী রিয়ামনি

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ হিরো আলম আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত ৩টার দিকে বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদীর তীরে ভান্ডারবাড়ি গ্রামে বন্ধু নাট্যকার জাহিদ হাসান সাগরের বাড়িতে বেড়াতে গিয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে স্ত্রী রিয়ামনিকে ঘিরে হিরো আলম ও তার বন্ধু জাহিদের মধ্যে দীর্ঘক্ষণ কথোপকথন হয়। পরবর্তীতে তারা আলাদা বিছানায় ঘুমাতে যান। শুক্রবার (২৭ জুন) সকাল ১১টার দিকে হিরো আলমকে ঘুম থেকে না উঠায় জাহিদ উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় তিনি হিরো আলমের বালিশের পাশে ঘুমের ওষুধ পড়ে থাকতে দেখেন এবং তাকে অচেতন অবস্থায় পান।

দ্রুত তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে, হিরো আলমের আত্মহত্যাচেষ্টার খবর পেয়ে তার স্ত্রী রিয়ামনি দ্রুত বগুড়ার উদ্দেশে রওনা দেন। গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “সকালে বিষয়টি জানার পরপরই আমি বের হয়ে পড়ি। এখনও বিস্তারিত কিছু জানতে পারিনি, তবে শুনেছি ও রাতে বন্ধুর বাসায় ছিল এবং পরে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

প্রসঙ্গত, হিরো আলম ও রিয়ামনির মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিল। নানা বিষয়ে মতবিরোধ ও মানসিক চাপের কারণে হিরো আলমের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়েছে বলেও গুঞ্জন রয়েছে।

বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে হিরো আলম হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরো পড়ুন