Ridge Bangla

অতিথি চরিত্রে দর্শকপ্রিয় চঞ্চল, আসছে ‘ইনসাফ ২’

সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘ইনসাফ’-এ অতিথি চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন চঞ্চল চৌধুরী। সিনেমায় তার স্বল্প উপস্থিতি হলেও, তা দর্শকদের মধ্যে আগ্রহের ঝড় তোলে। ‘ইনসাফ’ মুক্তির পর থেকেই দর্শকপ্রিয়তায় ভাসছে, আর সেই সাফল্যের রেশ ধরেই ঘোষণা এলো ‘ইনসাফ ২’-এর।

বুধবার রাতে বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে আয়োজিত ‘ইনসাফ’-এর বিশেষ প্রদর্শনী শেষে সিনেমার প্রযোজক খোরশেদ আলম খসরু আনুষ্ঠানিকভাবে জানান, “ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমাটি দর্শক যেভাবে প্রশংসা করছেন, আমরা খুব শিগগিরই ‘ইনসাফ ২’ নির্মাণের পরিকল্পনায় যাচ্ছি। দ্বিতীয় কিস্তি হবে আরও বড় বাজেটের, আধুনিক প্রযুক্তিনির্ভর এবং আরও শক্তিশালী গল্প নিয়ে।”

‘ইনসাফ’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন শরীফুল রাজ, যিনি একইসঙ্গে ডন ইউসুফ এবং লাবু মাস্টার নামের দুটি চরিত্রে অভিনয় করেন। এই দুই চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হয় রহস্যঘেরা গল্প। সিনেমায় আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মোশাররফ করিম, ফজলুর রহমান বাবু ও মিশা সওদাগর। চঞ্চল চৌধুরীর গুরুত্বপূর্ণ অতিথি চরিত্রটি ‘ইনসাফ ২’-এর গল্পে আরও বিস্তৃতভাবে উপস্থাপিত হবে বলে জানা গেছে। দ্বিতীয় কিস্তিতে শরীফুল রাজ ও চঞ্চল চৌধুরী, দুজনকে ঘিরেই গড়ে উঠবে নতুন প্লট। ‘ইনসাফ’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। সিনেমাটি প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র ও টিওটি ফিল্মস। ৭ জুন সিনেমাটি দেশের ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। প্রযোজক খসরু জানান, আগামী সপ্তাহ থেকে ‘ইনসাফ’ দেশের আরও কিছু সিঙ্গেল স্ক্রিনে প্রদর্শিত হবে। জুলাইয়ের প্রথম সপ্তাহে এটি আন্তর্জাতিক পর্দায়ও মুক্তি পাবে। দর্শকপ্রিয়তা ও বক্স অফিস সাফল্যের পর ‘ইনসাফ’ এখন রীতিমতো একটি সিনেমা ফ্র্যাঞ্চাইজিতে রূপ নিতে যাচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন