যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও সমাজসেবক ড. কালী প্রদীপ চৌধুরীর স্ত্রী সুনন্দা চৌধুরী আর নেই। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৩টা ২৪ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বামী কালী প্রদীপ।
তিনি জানান, সুনন্দা শুধু তার স্ত্রীই ছিলেন না, ছিলেন পরিবারের প্রাণ, তার জীবনের আলোকবর্তিকা। এক আবেগঘন বার্তায় কালী প্রদীপ লেখেন, “সুনন্দা ছিলেন একজন স্নেহময়ী স্ত্রী, মমতাময়ী মা, দায়িত্বশীল পুত্রবধূ ও আনন্দময় দাদি। তিনি আমাদের জীবনে ভালোবাসার এক জগত সৃষ্টি করেছিলেন। তার হাসি আমাদের দুঃসময়ে আলো জ্বালিয়েছিল। প্রতিটি মুহূর্তে নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে গেছেন তিনি।”
তিনি আরও বলেন, “তার উপস্থিতিই আমাদের জীবনে ছিল স্থিতির প্রতীক। তার নীরব শক্তি আমাদের বিপদের মধ্যে সাহস জুগিয়েছে। তার উৎসাহ, সমর্থন ও সহমর্মিতা ছাড়া আমি আজ যা হয়েছি তা হতো না। আজ সে নেই, কিন্তু তার ভালোবাসা আমাদের প্রতিটি স্মৃতিতে, আচরণে ও পারিবারিক বন্ধনে জীবিত থাকবে।”
প্রয়াত সুনন্দার শেষকৃত্য অনুষ্ঠিত হবে শুক্রবার (২৭ জুন) যুক্তরাষ্ট্রের মিলার জোন্স ডিগনিটি মেমোরিয়াল ফিউনারেল হোমে স্থানীয় সময় বিকেল ৪টায়। আগামী ৬ জুলাই তার স্মরণে শ্রদ্ধা অনুষ্ঠান ও স্মারক সেবা অনুষ্ঠিত হবে।
সুনন্দা চৌধুরীর মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি সমাজ ও শুভানুধ্যায়ীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।