Ridge Bangla

বিপিপিএ’র নতুন মহাপরিচালক এস এম মঈন উদ্দীন

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব এস এম মঈন উদ্দীন আহম্মেদকে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রশাসন ক্যাডারের ১১তম ব্যাচের মেধাবী কর্মকর্তা এস এম মঈন উদ্দীন আহম্মেদ দীর্ঘদিন ধরে সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) দেশের সরকারি ক্রয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং অবাধ প্রতিযোগিতা নিশ্চিত করতে কাজ করে থাকে। এস এম মঈন উদ্দীন আহম্মেদের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন