Ridge Bangla

কাতার-আমিরাতসহ চার দেশের আকাশসীমা বন্ধ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

মার্কিন ঘাঁটিতে হামলার আশঙ্কায় কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে বাংলাদেশ থেকে এসব গন্তব্যে চলাচলকারী সব বাণিজ্যিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (২৩ জুন) এসব দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে জানানো হয়, নাগরিক, অধিবাসী এবং ভ্রমণকারীদের নিরাপত্তার কথা বিবেচনায় নিয়েই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশগুলোতে আগমন ও বহির্গমন—উভয় ধরনের ফ্লাইট স্থগিত থাকবে।

একই রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষও ঢাকা থেকে এসব দেশে ফ্লাইট বাতিলের বিষয়টি নিশ্চিত করে।

ফলে সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশ থেকে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইনগামী যাত্রীদের ওপর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, ফ্লাইদুবাই, কুয়েত এয়ারওয়েজ এবং গালফ এয়ারসহ একাধিক এয়ারলাইন্স ফ্লাইট বাতিলের ঘোষণা দিয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করে জানিয়েছে, যাত্রার পূর্বে নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে বিকল্প ব্যবস্থার বিষয়ে নিশ্চিত হতে হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে যাত্রীদের অবহিত করা হবে।

জানা গেছে, সোমবার রাতে কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পরপরই মধ্যপ্রাচ্যের চারটি দেশ একে একে আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন