Ridge Bangla

মারাঠি অভিনেতা তুষারের মরদেহ উদ্ধার, আত্মহত্যার ইঙ্গিত পুলিশের

ভারতের মারাঠি বিনোদন অঙ্গনের জনপ্রিয় অভিনেতা তুষার ঘাদিগাঁওকর মারা গেছেন। গত শুক্রবার (২০ জুন) মুম্বাইয়ের গোরেগাঁও পশ্চিমের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত্যুকালে তার বয়স ছিল ৩২ বছর।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, গোরেগাঁও পুলিশ এই ঘটনাকে ‘অস্বাভাবিক মৃত্যু’ হিসেবে নথিভুক্ত করেছে। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কাজ না পাওয়ার মানসিক চাপ থেকেই তুষার আত্মহত্যা করতে পারেন।

ঘটনার দিন বিকেলে গোরেগাঁও পশ্চিমের রাম মন্দির রোডের একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় একজন ব্যক্তির খবরে পুলিশ কন্ট্রোল রুমে ফোন আসে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তুষারকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় ট্রমা কেয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, তুষার দীর্ঘদিন মানসিক চাপে ছিলেন এবং অতিরিক্ত মদ্যপানের অভ্যাস ছিল। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধরা হচ্ছে। তার পরিবারের সদস্যরা বা আত্মীয়রা কারো বিরুদ্ধে কোনো অভিযোগও করেননি।

তুষার ঘাদিগাঁওকর মারাঠি সিনেমা, টিভি সিরিয়াল এবং থিয়েটারে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত ছিলেন। তিনি ‘সংগত বিবত আখ্যান’ নামে একটি মারাঠি মিউজিক্যাল নাটকের সঙ্গে যুক্ত ছিলেন এবং ‘ঘণ্টা নাদ প্রোডাকশন’ নামের নিজের ব্যানার থেকে একাধিক মিউজিক ভিডিও প্রযোজনা করতেন।

তার হঠাৎ মৃত্যুতে মারাঠি বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা তার আত্মার শান্তি কামনা করছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন