কক্সবাজারের উখিয়ায় সশস্ত্র ডাকাতদের গুলিতে নুরুল আমিন বাবলু (৩৭) নামে এক পানচাষি নিহত হয়েছেন। একই ঘটনায় ছুরিকাঘাতে আহত হয়েছেন তার ছোট ভাই মোহাম্মদ হাসান।
সোমবার (২৩ জুন) রাতে উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের নুরারডেইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন স্থানীয় মৃত ইসহাক আহমদের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, রাতে বাড়িতে পান বিক্রির প্রস্তুতি চলছিল। এ সময় হঠাৎ করে ৭-৮ জনের একটি অস্ত্রধারী ডাকাতদল বাড়িতে হানা দেয়। তারা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয়। এরপর পাশের ঘরে থাকা মোহাম্মদ হাসানের পরিবারের সদস্যদেরও আটকে রাখে ডাকাতরা।
কিছুক্ষণ পর বাইরে থেকে নুরুল আমিন বাড়ির ভেতরে ডাকাডাকি করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ভাইকে বাঁচাতে গেলে মোহাম্মদ হাসান ছুরিকাঘাতে আহত হন।
স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে হাসপাতালে নিলে পথেই নুরুল আমিন মারা যান।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।