Ridge Bangla

যশোরে শীর্ষ সন্ত্রাসী ডলার গ্রেপ্তার

দুই ডজন মামলার পলাতক আসামি, যশোরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে যশোর জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃত ইব্রাহিম হোসেন ডলার যশোর সদর উপজেলার ষষ্ঠীতলা এলাকার বাসিন্দা এবং বাচ্চু মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে খুন, অস্ত্র, বিস্ফোরক এবং মাদক সংশ্লিষ্ট মোট ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে পাঁচটি মামলায় তিনি গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

ডিবি পুলিশের একাধিক সূত্র জানায়, সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন ও এএসআই নির্মল কুমার ঘোষ। অভিযান চলাকালে সেখান থেকেই ডলারকে আটক করা হয়।

যশোর ডিবি পুলিশের ওসি মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, “ডলার দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে ১টি হত্যা, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক এবং ২টি দ্রুত বিচার আইনে মামলা রয়েছে।”

গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৩

আরো পড়ুন