Ridge Bangla

সোনারগাঁয়ে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বকেয়া বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার (২৪ জুন) সকালে কাঁচপুর এলাকায় সড়কে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ মিছিল শুরু করেন।

বিক্ষোভের ফলে মহাসড়কের মদনপুর থেকে শিমরাইল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ হস্তক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল বকেয়া বেতন পরিশোধ, পূর্ব নোটিশ ছাড়া শ্রমিক ছাঁটাই বন্ধ এবং মালিকপক্ষের হুমকি বন্ধ করার দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগ, মালিকপক্ষ ভাড়াটে লোক দিয়ে ভয়ভীতি দেখিয়ে কারখানা বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে। দাবি পূরণ না হলে পুনরায় আন্দোলনে নামবেন বলেও হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে কারখানার উপ-মহাব্যবস্থাপক মাকসুদুর রহমান বলেন, শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রক্রিয়া চলছে এবং তারা আপাতত আন্দোলন স্থগিত করেছেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, মালিকপক্ষের সঙ্গে আলোচনা করে শ্রমিকদের আশ্বস্ত করা হয়। পরে তারা শান্তিপূর্ণভাবে সড়ক থেকে সরে দাঁড়ালে যান চলাচল স্বাভাবিক হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন