Ridge Bangla

টিএসসিতে রাজু ভাস্কর্যের সামনে রহস্যজনক বিস্ফোরণ, তদন্তে পুলিশ ও প্রক্টরিয়াল টিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় রাজু ভাস্কর্যের সামনে রহস্যজনক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) রাত পৌনে ১১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি বাইকে করে আসা অজ্ঞাত ব্যক্তি ভাস্কর্যের সামনে ঘাসের অংশে কিছু একটি ছুড়ে দেন এবং দ্রুত চলে যান। মুহূর্ত পরেই সেখান থেকে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাটি মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে দেয় আশপাশে থাকা শিক্ষার্থীদের মধ্যে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হাতবোমা সদৃশ বস্তু অথবা বড় ধরনের পটকা হতে পারে। বিষয়টি আমরা খুব গুরুত্বের সঙ্গে দেখছি।” তিনি আরও জানান, প্রক্টরিয়াল টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যৌথভাবে তদন্ত চলছে।

বিস্ফোরণের পরপরই শাহবাগ থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকা ঘিরে ফেলে এবং তদন্ত শুরু করে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই মনে করছেন, ডাকসু নির্বাচন সামনে রেখে ক্যাম্পাসে অস্থিতিশীলতা তৈরির উদ্দেশ্যেই এ ধরনের বিস্ফোরণ ঘটানো হয়ে থাকতে পারে। প্রশাসন ক্যাম্পাসজুড়ে নিরাপত্তা জোরদার করেছে এবং সন্দেহভাজনদের শনাক্তে নজরদারি বাড়ানো হয়েছে।

তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কেউই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন