Ridge Bangla

যুক্তরাষ্ট্রের মদদে আমার দেশ পুড়ছে: মান্দানা করিমির হৃদয়বিদারক বার্তা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও ইরানে পারমাণবিক স্থাপনায় হামলার প্রতিবাদে আবেগঘন বার্তা দিয়েছেন ইরানি অভিনেত্রী মান্দানা করিমি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনায় নিজের ক্ষোভ ও অসহায়তা প্রকাশ করেন তিনি।

ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে মান্দানা লেখেন, “আমি ঠিক নেই। বাইরে থেকে দেখে মনে হতে পারে আমি স্বাভাবিক, কিন্তু আমার ভেতরটা পুড়ছে। নিজের পরিবারকে রক্ষা করতেই এখন সব শক্তি ব্যয় করছি।”

তিনি যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ এবং অর্থনৈতিক সমর্থনে মধ্যপ্রাচ্যে চলমান সহিংসতা নিয়ে তীব্র সমালোচনা করেন। বলেন, “শিশুদের মরতে দেখে কীভাবে চুপ থাকা যায়? শুধু ইরান বা ফিলিস্তিন নয়, গোটা মধ্যপ্রাচ্যে এখন বিস্ফোরণ আর আগুন। যুক্তরাষ্ট্রের মদদে ইসরায়েল আক্রমণ করছে, আর গোটা বিশ্ব নীরব দর্শক।”

ইউরোপে বসবাস করলেও মান্দানা জানান, তার মন পড়ে রয়েছে নিজ দেশে, পরিবার-পরিজনের সঙ্গে। বলেন, “আমি যেন এক ভূতের মতো পথ চলছি। আমার মা, ভাই আতঙ্কে দিন কাটাচ্ছে। কখন না জানি ক্ষেপণাস্ত্র এসে বাড়ির ওপর পড়ে।”

তিনি স্পষ্ট করে দেন, ইরান বলতে তিনি বোঝান দেশের সাধারণ মানুষকে, সরকার বা রাজনীতি নয়। “আমার মায়ের হাত মানেই আমার ইরান। সেই ইরান আজ মরছে। এটা শুধু রাজনীতি নয়, এটা এক অসহ্য যন্ত্রণা।”

বিশ্ববাসীর উদ্দেশ্যে মান্দানার বার্তা, “আপনারা হয়তো কিছু করতে পারবেন না, কিন্তু অন্তত সম্মান জানাতে পারেন। এমন মানুষদের সম্মান দিন, যারা চোখের সামনে নিজের দেশকে ধ্বংস হতে দেখছে।”

বলিউডে ‘কেয়া কুল হ্যায় হম’, ‘ভাগ জনি’, ‘রয়’–এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া মান্দানা করিমি আরও জানান, মিডিয়ায় তিনি এই বিষয়ে সাক্ষাৎকার দিতে চান না।
তবে তাঁর আবেদন, “এই যন্ত্রণাকে আর যেন এড়িয়ে না যাই। এ শুধু খবর নয়, কারও আপনজনের মৃত্যু, কারও দেশছাড়া হওয়ার গল্প।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন