আজ প্রথম বিবাহবার্ষিকী উদযাপন করছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তার স্বামী জাহির ইকবাল। ২০২৩ সালের ২৩ জুন দীর্ঘ সাত বছরের প্রেমের পর গাঁটছড়া বাঁধেন তারা। এক বছর পেরিয়ে এই তারকা জুটি ভালোবাসার বন্ধনে আরও দৃঢ়ভাবে বাঁধা পড়েছেন—তাই দিনটি ঘিরে আবেগে ভাসলেন সোনাক্ষী।
ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে স্বামীর সঙ্গে একটি অন্তরঙ্গ মুহূর্তের ছবি শেয়ার করে সোনাক্ষী লেখেন, “শুভ বিবাহবার্ষিকী, আমার আট বছরের প্রেমিক ও এক বছরের স্বামী। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ, দুই মানুষ এক হয়ে গেছি।” তিনি একটি হাসির ইমোজিও যোগ করেন, যা বোঝায় সম্পর্কের উষ্ণতা ও আনন্দ।
এর পাশাপাশি নিজের শ্বশুরবাড়ির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সোনাক্ষী আরও লেখেন, “পৃথিবীতে আমার শ্বশুরবাড়িই সেরা। তারা প্রথমে আমাকে এই ছেলেটাকে দিয়েছে, এরপর দিয়েছে অগণিত ভালোবাসা।” তার এই মন্তব্য ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। বলিউড জুড়ে এই জুটির প্রেম ও বন্ধনের প্রশংসা করছেন সহকর্মী ও ভক্তরা।
প্রসঙ্গত, ধর্মীয় ভিন্নতা ও পারিবারিক চ্যালেঞ্জ পেরিয়ে সোনাক্ষী ও জাহির গত বছর একত্রে পথচলা শুরু করেন। বিয়ের পর থেকে তারা নিজেদের সম্পর্ককে খোলামেলাভাবে উপস্থাপন করছেন অনুরাগীদের সামনে। সোনাক্ষীর এই আন্তরিক বার্তা যেন স্পষ্ট করে জানিয়ে দেয়—এক বছরের দাম্পত্য জীবনের পরও তারা ঠিক আগের মতোই ভালোবাসায় ভরা ও অটুট।