ঈদুল আজহার ছুটির মাত্র ১১ দিনের মধ্যে দেশের সড়ক-মহাসড়কে ১৫০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৯ জন এবং আহত হয়েছেন আরও ২৯৮ জন। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সংস্থাটির অপারেশন শাখার প্রতিবেদন অনুযায়ী, ৪ থেকে ১৪ জুন পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে এসব দুর্ঘটনা ঘটে। বিভাগীয় কার্যালয়গুলোর কাছ থেকে তথ্য সংগ্রহ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়—
- ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৪টি দুর্ঘটনায় ৪৬ জন নিহত ও ৮৮ জন আহত হয়েছেন।
- চট্টগ্রামে ২২টি দুর্ঘটনায় প্রাণ হারান ২৪ জন, আহত হন ৫৪ জন।
- রাজশাহীতে ১১টি দুর্ঘটনায় নিহত ১৬ ও আহত ২১ জন।
- খুলনায় ২৫টি ঘটনায় মৃত্যু ২৫ জনের, আহত ৪৫ জন।
- বরিশালে ১০টি দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১৬ জন আহত।
- সিলেটে ৫টি দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ জনের, আহত ৭ জন।
- রংপুরে ১৩টি দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু, আহত ২৯ জন।
- ময়মনসিংহে ২০টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৫ জন, আহত ৩৮ জন।
বিআরটিএ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের অতিরিক্ত ভিড়, চালকদের অসচেতনতা ও যানবাহনের যান্ত্রিক ত্রুটি এসব দুর্ঘটনার প্রধান কারণ। সংস্থাটি সড়ক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।
এই পোস্টটি পাঠ হয়েছে: ১২