Ridge Bangla

জনবান্ধব হলে পুলিশের গায়ে কলঙ্ক থাকবে না: টাঙ্গাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, “পুলিশ যদি সত্যিকার অর্থে জনবান্ধব হয় এবং জনগণের পাশে দাঁড়ায়, তাহলেই অতীতের কলঙ্ক মোছা সম্ভব হবে।”

সোমবার (২৩ জুন) বিকেলে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। সম্প্রতি সংঘটিত ‘মব লিঞ্চিং’ বা গণপিটুনির প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সে বিষয়ে যথাযথ নির্দেশনা দেওয়া হয়েছে। গতকালের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে, আবার যারা এসব ঘটনার মূল হোতা, তাদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, “৫ আগস্টের পর থেকেই দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলেই এখন পুলিশ আগের মতো আচরণ করছে না। তারা এখন জনগণের কথা শুনছে, পাশে থাকার চেষ্টা করছে। আমি মনে করি, জনগণ যদি পুলিশের প্রতি সন্তুষ্ট হয়, তবেই আমরা সফল। সে লক্ষ্যে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।”

সভায় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক রেজা, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন