Ridge Bangla

পবিত্র আশুরার তারিখ নির্ধারণে বৃহস্পতিবার বসছে চাঁদ দেখা কমিটি

১৪৪৭ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

টেলিফোন নম্বর:
০২-২২৩৩৮১৭২৫
০২-৪১০৫০৯১২
০২-৪১০৫০৯১৬
০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স নম্বর:
০২-২২৩৩৮৩৩৯৭
০২-৯৫৫৫৯৫১

চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র মহররম মাসের গণনা শুরু হবে এবং সেই অনুযায়ী পবিত্র আশুরার তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, পবিত্র আশুরা ইসলামী বর্ষপঞ্জির মহররম মাসের ১০ তারিখে পালিত হয়, যা মুসলিম উম্মাহর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন।

আরো পড়ুন