Ridge Bangla

মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৯০ জন: বিআরটিএ

সড়ক দুর্ঘটনা

চলতি বছরের মে মাসে দেশের বিভিন্ন সড়ক-মহাসড়কে দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪৯০ জন এবং আহত হয়েছেন আরও ৫৪১ জন। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেয়ারম্যান মো. ইয়াসীনের স্বাক্ষরে গত ১৭ জুন সড়ক দুর্ঘটনা সংক্রান্ত প্রতিবেদনটি প্রস্তুত করা হয়, যা বুধবার (২৪ জুন) অনলাইনে প্রকাশিত হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিআরটিএর বিভাগীয় কার্যালয়গুলোর মাধ্যমে সারাদেশ থেকে সড়ক দুর্ঘটনার তথ্য সংগ্রহ করে এ পরিসংখ্যান প্রস্তুত করা হয়েছে।

বিভাগভিত্তিক সড়ক দুর্ঘটনার চিত্র বিশ্লেষণে দেখা গেছে—

  • ঢাকা বিভাগে ১২০টি দুর্ঘটনায় নিহত ১২৪ জন, আহত ৯৭ জন

  • চট্টগ্রামে ১০৯টি দুর্ঘটনায় নিহত ১০৬ জন, আহত ১৫৭ জন

  • রাজশাহীতে ৪৮টি দুর্ঘটনায় নিহত ৪৬ জন, আহত ২৫ জন

  • খুলনায় ৭৮টি দুর্ঘটনায় নিহত ৭৫ জন, আহত ৮৫ জন

  • বরিশালে ২৯টি দুর্ঘটনায় নিহত ২৩ জন, আহত ৩০ জন

  • সিলেটে ২২টি দুর্ঘটনায় নিহত ১৯ জন, আহত ৩৬ জন

  • রংপুরে ৬৪টি দুর্ঘটনায় নিহত ৬৯ জন, আহত ৭২ জন

  • ময়মনসিংহে ৩১টি দুর্ঘটনায় নিহত ২৮ জন, আহত ৩৯ জন

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসজুড়ে সংঘটিত ৭৮৫টি দুর্ঘটনায় বিভিন্ন ধরনের যানবাহন জড়িত ছিল। এর মধ্যে মোটরসাইকেল ১৭৫টি, ট্রাক/কাভার্ডভ্যান ১৬৫টি, বাস/মিনিবাস ১০২টি, পিকআপ ৫৩টি, অটোরিকশা ৪৭টি, ইজিবাইক ২৪টি, ব্যাটারিচালিত রিকশা ২৬টি, ট্রাক্টর ১৬টি, মাইক্রোবাস ১১টি, অ্যাম্বুলেন্স ২টি, ভ্যান ১২টি, মোটরকার/জিপ ১৭টি এবং অন্যান্য যান ১৩৫টি।

মোট নিহত ৪৯০ জনের মধ্যে—

  • মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫৮ জন

  • ট্রাক/কাভার্ডভ্যানে ৫২ জন

  • বাস/মিনিবাসে ৩৫ জন

  • অটোরিকশায় ৩৪ জন

  • পিকআপে ৩৩ জন

  • অন্যান্য যানে ৯৪ জন

  • ইজিবাইকে ২৩ জন

  • ব্যাটারিচালিত রিকশায় ২০ জন

  • মাইক্রোবাসে ১২ জন

  • ট্রাক্টরে ১০ জন

  • ভ্যানে ৯ জন

  • মোটরকার/জিপে ৫ জন

  • অ্যাম্বুলেন্সে ৬ জন

বিআরটিএ বলছে, দুর্ঘটনার পেছনে চালকদের অসচেতনতা, যানবাহনের ত্রুটি, ওভারটেকিং প্রবণতা এবং ট্রাফিক আইন লঙ্ঘন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংস্থাটি দুর্ঘটনা রোধে সংশ্লিষ্টদের সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন