Ridge Bangla

আবারও বিতর্কে বিজয় দেবেরাকোন্ডা

দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা ফের বিতর্কের মুখে পড়েছেন। এবার আদিবাসী সম্প্রদায়কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এই অভিযোগে তেলেঙ্গানার রেড্ডিদুর্গম থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত ২৬ এপ্রিল তামিল সিনেমা ‘রেট্রো’-এর প্রি-রিলিজ ইভেন্টে বক্তব্য রাখতে গিয়ে বিজয় বলেন, “৫০০ বছর আগেও আদিবাসীদের কোনো বুদ্ধি ছিল না, সাধারণ জ্ঞান ছিল না, তারা সারাক্ষণ মারামারি করত।” এরপর তিনি আদিবাসীদের তুলনা করেন পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে, যারা কাশ্মীরের পহেলগামে হামলায় অংশ নিয়েছিল।

এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে “জয়েন্ট অ্যাকশন কমিটি অফ ট্রাইবাল কমিউনিটিজ”-এর রাজ্য সভাপতি নেনাবথ অশোক কুমার নায়েক বিজয়ের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা করেন। তিনি লিখিত অভিযোগে জানান, “বিজয়ের বক্তব্য শুধু অবমাননাকর নয়, তা আমাদের আত্মমর্যাদায় আঘাত হানে। একজন জনপ্রিয় অভিনেতা হিসেবে তার মন্তব্য সমাজে ঘৃণা ছড়াতে পারে।” অভিযোগের সঙ্গে বিজয়ের বক্তব্যের ইউটিউব লিংকও যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, বিজয় দেবেরাকোন্ডা এর আগেও বিতর্কিত মন্তব্য করে আলোচনায় এসেছেন। ২০২০ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যারা পড়াশোনা করেনি, তাদের ভোট দেওয়া উচিত নয়। গণতন্ত্র নয়, আমাদের একজন ভালো স্বৈরশাসক দরকার।” সেবারও তিনি তীব্র সমালোচনার শিকার হন।

সিনেমার বাইরেও বারবার বিতর্কিত মন্তব্য করে বিজয় দেবেরাকোন্ডার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠছে। এবার আদিবাসীদের নিয়ে মন্তব্যের জেরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন