Ridge Bangla

প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও দুদকের বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের পাল্টা অভিযোগ

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) ইচ্ছাকৃতভাবে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালাচ্ছেন—এমন পাল্টা অভিযোগ তুলেছেন টিউলিপের আইনজীবীরা।

স্কাই নিউজে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, টিউলিপের পক্ষ থেকে সম্প্রতি একটি আইনি চিঠি পাঠানো হয়েছে, যেখানে ড. ইউনূস ও দুদকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ড. ইউনূস ও দুদক যেসব অভিযোগ এবং মন্তব্য করেছেন, তা অবৈধ, উদ্দেশ্যপ্রণোদিত এবং চলমান তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা।

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, গণমাধ্যমে ড. ইউনূসের দেওয়া বক্তব্য, টিউলিপের চিঠির জবাব না দেওয়া, এমনকি তার যুক্তরাজ্য সফরকালে সাক্ষাৎ প্রত্যাখ্যান—সবই তদন্ত প্রক্রিয়ার বিরুদ্ধে ব্যবহৃত হয়েছে। আইনজীবীরা সতর্ক করে বলেছেন, ৩০ জুনের মধ্যে ওই চিঠির জবাব না পেলে তারা ধরে নেবেন বিষয়টি এখানেই শেষ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে টিউলিপ সিদ্দিক স্কাই নিউজকে বলেন, “আমি তাদের নোংরা রাজনীতিতে পা দেব না। আমার এলাকার মানুষ আমাকে নির্বাচিত করেছে, তাদের সেবা করাই আমার দায়িত্ব।” তিনি আরও বলেন, “রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করা উচিত।”

অন্যদিকে, প্রধান উপদেষ্টার প্রেস সচিব অভিযোগ অস্বীকার করে বলেন, “বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা বা প্রয়োজন নেই।”

দুদক চেয়ারম্যান আবদুল মোমেন বলেন, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে করা মামলাটি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, বরং সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে করা হয়েছে। বিষয়টি এখন আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনগতভাবেই নিষ্পত্তি হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন