Ridge Bangla

যুদ্ধে পাশে থাকায় ভারতকে ধন্যবাদ জানিয়ে ইরানের বার্তা

ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের সময় ভারতের জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠান যে সহমর্মিতা ও নৈতিক সমর্থন জানিয়েছে, সে জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে ইরান। ভারতে অবস্থিত ইরানি দূতাবাস বুধবার (২৫ জুন) এক বিবৃতিতে ভারতের জনগণ, রাজনৈতিক দল, সাংবাদিক ও সমাজকর্মীদের প্রশংসা করে।

ভারতীয় গণমাধ্যম এএনআইয়ের বরাতে এনডিটিভি জানায়, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত ওই বিবৃতিতে ইরানি দূতাবাস বলেছে, “ইসরায়েলের বর্বর হামলার সময় ভারতের জনগণ ও নানা পেশার মানুষের প্রকাশ্য বিবৃতি, শান্তিপূর্ণ সমাবেশে অংশগ্রহণ এবং নৈতিক সমর্থন ইরানি জনগণের জন্য একটি বড় উৎসাহ ছিল।”

বিবৃতিতে ভারত-ইরান সম্পর্কের ঐতিহাসিক ও সাংস্কৃতিক বন্ধনের কথা স্মরণ করে বলা হয়, “এই সংহতি শুধুই রাজনৈতিক অবস্থান নয়, এটি ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন এবং বৈশ্বিক শান্তির প্রতি সমর্থন।”

ইরান আরও জানায়, তারা সবসময় আন্তর্জাতিক আইনের মর্যাদা রক্ষার পক্ষে এবং আগ্রাসী ও সম্প্রসারণবাদী নীতির বিরুদ্ধে। বিবৃতিতে বলা হয়, “জাতিসমূহের ঐক্য ও সংহতি যুদ্ধ, সহিংসতা ও অবিচারের বিরুদ্ধে একটি শক্তিশালী প্রতিরোধ। আমরা যুক্তরাষ্ট্রের হামলাকে জাতিসংঘ সনদ, মানবিক নীতিমালা ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে বিবেচনা করছি।”

তারা আরও যোগ করে, “তা সত্ত্বেও ইরানের জনগণ কখনো পিছু হটেনি এবং সংকটের সময় তারা নিজেদের সরকারের পাশে থেকেছে।”

প্রসঙ্গত, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ঘাঁটি, পরমাণু স্থাপনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রে হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে। এরপর ২২ জুন যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে ইরানের তিনটি প্রধান পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। ২৩ জুন যুদ্ধবিরতির ঘোষণা এলেও ঘণ্টার পর ঘণ্টা ইসরায়েল ও ইরান একে অপরকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আক্রমণ চালিয়ে যেতে থাকে। পরে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যস্থতা প্রস্তাব দেয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন