Ridge Bangla

আবারও আলোচনায় নুসরাত ফারিয়া

ঢালিউডের আলোচিত অভিনেত্রী নুসরাত ফারিয়া আবারও উঠে এসেছেন আলোচনার কেন্দ্রে। তবে এবার কোনো সিনেমার কারণে নয়, সামাজিক মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও নিয়েই ঝড় উঠেছে নেটদুনিয়ায়। ভিডিওটিতে সোনালি রঙের ঝলমলে পোশাকে, কার্লি চুলে, গভীর চোখের চাহনিতে এবং হাতে গোলাপ নিয়ে ধরা দিয়েছেন তিনি। তার আবেদনময়ী উপস্থিতি নেটিজেনদের মন কাড়তে বাধ্য করেছে।

ইতোমধ্যে ভাইরাল হওয়া ভিডিওটি ঘিরে অনেকে মন্তব্য করেছেন— “তোমাকে হান্দে এরচেলের মতো দেখাচ্ছে!”, “তুমি সত্যিই অসাধারণ, তোমাকে দেখলেই মন ভালো হয়ে যায়।” কেউ কেউ তাকে “সত্যিকারের রানি” বলেও উল্লেখ করেছেন।

তবে ফারিয়াকে ঘিরে এই আলোচনার পেছনে রয়েছে একটি বিতর্কিত অধ্যায়। গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। সেই সময় রাজধানীর ভাটারা থানায় তার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা হয় এবং তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর ২০২৫ সালের ১৮ মে থাইল্যান্ড যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং ভাটারা থানায় হস্তান্তর করে। পরে তিনি জামিনে মুক্তি পান।

এ ঘটনার পর নুসরাত ফারিয়া দীর্ঘ সময় ছিলেন জনসমক্ষে অনুপস্থিত। সিনেমা বা গণমাধ্যমেও তার কোনো উপস্থিতি ছিল না। আর এই নীরবতার মধ্যেই হঠাৎ একটি ভিডিও পোস্ট করে আবারও আলোচনায় চলে আসেন তিনি।

উল্লেখ্য, ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। শেখ মুজিবের চরিত্রে ছিলেন আরিফিন শুভ এবং বেগম ফজিলাতুন্নেছার চরিত্রে ছিলেন তিশা। তখন পর্দার শেখ হাসিনার ভূমিকায় থাকা ফারিয়া এখন যেন বাস্তবেও হেঁটেছেন একই পথে—দেশ ছাড়ার চেষ্টায় গ্রেপ্তার হয়েছেন, এবং পরে জামিনে মুক্তি পেয়ে আবার ফিরেছেন আলোচনায়।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন