Ridge Bangla

‘এই কথা আমি বলিনি’: ভুয়া মন্তব্যে ক্ষুব্ধ প্রিয়াঙ্কা চোপড়া

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভুয়া মন্তব্য নিয়ে বলিউড অভিনেত্রী ও আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়াকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। উক্ত ভুয়া পোস্টে প্রিয়াঙ্কার নাম ব্যবহার করে লেখা হয়, “বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজবেন না, সভ্য মানুষ খুঁজুন। সতীত্ব এক রাতেই শেষ হতে পারে, কিন্তু আচরণই আসল পরিচয়।”

এই বক্তব্য মুহূর্তেই ভাইরাল হয় এবং সামাজিক মাধ্যমে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। কেউ একে সময়োপযোগী মন্তব্য হিসেবে প্রশংসা করেন, আবার কেউ প্রশ্ন তোলেন প্রিয়াঙ্কার ব্যক্তিগত মূল্যবোধ ও সামাজিক অবস্থান নিয়ে।

তবে খুব দ্রুত নিজের অবস্থান পরিষ্কার করেন প্রিয়াঙ্কা চোপড়া। ইনস্টাগ্রামের একটি স্টোরিতে তিনি লেখেন, “এই উক্তিটি আমি বলিনি, এটি আমার কণ্ঠও নয়। শুধুমাত্র ভাইরাল হওয়ার লোভে মানুষ যা খুশি বানাচ্ছে। অনুগ্রহ করে যাচাই না করে এসব বিশ্বাস করবেন না।”

তিনি আরও যোগ করেন, “সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখি, সব কিছু সত্যি নয়। একটু সচেতন হোন, তথ্য যাচাই করে নিন।” ভুয়া বক্তব্য নিয়ে সৃষ্ট বিভ্রান্তিতে ক্ষোভ প্রকাশ করে প্রিয়াঙ্কা বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ জরুরি। ভুয়া তথ্য ও বিকৃত মন্তব্য একজন ব্যক্তির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন করতে পারে।”

যদিও উক্তি তাঁর নয়, তবে নারী অধিকার, মর্যাদা ও সমতা নিয়ে প্রিয়াঙ্কা বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। নিজেকে একজন গর্বিত নারীবাদী হিসেবে উপস্থাপন করে তিনি বহুবার আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নারী-পুরুষের সমান সুযোগ ও ন্যায্যতার প্রশ্নে জোরালো বক্তব্য দিয়েছেন।

এই ঘটনার পর অনেক নেটিজেন ভুয়া তথ্য যাচাইয়ের গুরুত্ব নিয়েও নতুন করে সচেতনতা তৈরির আহ্বান জানিয়েছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন