Ridge Bangla

‘আমাদের বিচ্ছেদ হয়নি’ লিখে পোস্ট ডিলিট করলেন কনার স্বামী

জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কনা তার ছয় বছরের দাম্পত্য জীবনের অবসানের ঘোষণা দিয়ে রীতিমতো চমকে দিয়েছেন ভক্তদের। গত ১৯ জুন রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কনা জানান, তার ও স্বামী গোলাম মোহাম্মদ ইফতেখার গহিনের মধ্যে আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়েছে।

তবে এই ঘোষণার কয়েক ঘণ্টা পরেই ভিন্ন সুরে কথা বলেন কনার স্বামী গহিন। নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া একটি পোস্টে তিনি লেখেন, “আমাদের বিচ্ছেদ হয়নি।” যদিও কিছু সময় পরেই তিনি সেই পোস্টটি মুছে ফেলেন।

পোস্টে গহিন আরও লেখেন, “কনাকে নিয়ে যারা অযাচিত ও কুরুচিপূর্ণ খবর ছড়াচ্ছেন, তারা কুচক্রী মহলের অংশ। আমাদের মধ্যে কিছু পারিবারিক সমস্যা চলছে, তবে আমরা সেটি মীমাংসার চেষ্টা করছি। কোনো পরকীয়া বা নোংরামি ঘটেনি। আলাদা হতে হলেও সেটা বহুদিনের দ্বন্দ্বের ফল হতে পারে।”

এই পোস্টে তিনি কণাকে ট্যাগ করলেও, কনা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল কনা ও গহিন বিবাহবন্ধনে আবদ্ধ হন। ঘরোয়া আয়োজনে অনুষ্ঠিত এই বিয়ে তখন তেমনভাবে প্রকাশ্যে না এলেও, কনার বিচ্ছেদের ঘোষণার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা, গুঞ্জন ও বিভ্রান্তি।

স্বামী-স্ত্রীর বিপরীতমুখী বক্তব্যের ফলে তাদের সম্পর্ক ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা ও অনিশ্চয়তা। তবে কনা কিংবা গহিন—দুজনের পক্ষ থেকেই এখনো পরস্পরবিরোধী তথ্য ছাড়া স্পষ্ট কোনো ব্যাখ্যা আসেনি।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন