Ridge Bangla

৪৪তম বিসিএসে পদসংখ্যা বাড়ছে

৪৪তম বিসিএসে প্রায় ৪০০টি নতুন ক্যাডার পদ যুক্ত হতে পারে। এর মধ্যে শিক্ষা, কর, মৎস্য এবং পরিবার পরিকল্পনা ক্যাডারে পদ বাড়ানোর কথা রয়েছে। এ সংক্রান্ত একটি প্রস্তাব ইতোমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার দপ্তরে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টার সম্মতি পেলেই নতুন পদসংখ্যা যুক্ত করে ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।

আগামী সোমবার (৩০ জুন) ৪৪তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে। শুরুতে এই বিসিএসের জন্য ১,৭১০টি ক্যাডার পদ নির্ধারিত ছিল। তবে অতিরিক্ত পদসংখ্যার দাবিতে আবেদনকারীরা বেশ কিছুদিন ধরেই দাবি জানিয়ে আসছিলেন।

এই দাবির প্রেক্ষিতে বুধবার (২৫ জুন) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন করেছেন ৪৪তম বিসিএসের একদল পরীক্ষার্থী। তারা বলেন, অতীতে যেভাবে বিভিন্ন বিসিএসে পদ বাড়ানো হয়েছে, ৪৪তম বিসিএসেও একই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।

উল্লেখ্য, এর আগে ৩৭তম বিসিএসে ১১২টি, ৩৮তমে ৪০০টি, ৪০তমে ৪৬৩টি, ৪১তমে ৫২০টি এবং সর্বশেষ ৪৩তম বিসিএসে ৪০৪টি পদ বাড়ানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় ৪৪তম বিসিএসেও উল্লেখযোগ্য পরিমাণ পদসংখ্যা বাড়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে।

আরো পড়ুন