Ridge Bangla

প্রধানমন্ত্রিত্বে ১০ বছরের সীমা প্রস্তাবে একমত বিএনপি

এক ব্যক্তি টানা দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না—ঐকমত্য কমিশনের এই প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে সংবিধানিক নিয়োগ কমিটি গঠনের প্রস্তাবে দলটি সম্মতি দেয়নি।

বুধবার (২৫ জুন) রাজধানীতে অনুষ্ঠিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেন, “৫ম সংশোধনীর মূলনীতিগুলোর বিষয়ে এবং প্রধানমন্ত্রী পদে সময়সীমা নির্ধারণের প্রস্তাবে বিএনপি সম্মত হয়েছে। কিন্তু সব বিষয়ে এখনও ঐকমত্য প্রতিষ্ঠিত হয়নি।”

সালাহউদ্দিন আহমদ জানান, কমিশন প্রস্তাবিত সংবিধানিক নিয়োগ কমিটি গঠন নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। তাঁর মতে, বর্তমানে যেসব নিয়োগ সংক্রান্ত আইন রয়েছে, সেগুলো সংস্কার করেই নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব। এ জন্য নতুন করে সংবিধানে আরেকটি স্থায়ী কমিটি গঠনের প্রয়োজন নেই।

তিনি বলেন, “নতুন কমিটি গঠনের চেয়ে গুরুত্বপূর্ণ হলো, নিয়োগ প্রক্রিয়া যেন নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত থাকে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত হলেই উদ্দেশ্য পূরণ হবে।”

প্রধানমন্ত্রীর মেয়াদসীমা প্রসঙ্গে বিএনপির অবস্থান স্পষ্ট করে তিনি আরও বলেন, “এক ব্যক্তি যেন টানা একাধিক মেয়াদে ক্ষমতায় থাকতে না পারেন, এটি গণতন্ত্রের স্বার্থেই গুরুত্বপূর্ণ। আমরা এই প্রস্তাবে একমত।”

বৈঠকে আরও কয়েকটি সাংবিধানিক সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হলেও সব বিষয়ে এখনো পূর্ণ ঐকমত্য অর্জিত হয়নি বলে জানান তিনি।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন