Ridge Bangla

ই-হকের ‘শামীম স্যার’ আজকের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম

ছোট-বড় সব বয়সী দর্শকদের কাছে সমান জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। টিভি নাটক দিয়ে শুরু, এরপর চলচ্চিত্র ও ওটিটিতে সমানতালে কাজ করে তিনি হয়ে উঠেছেন বাংলা বিনোদন জগতের এক উজ্জ্বল মুখ। কলকাতার সিনেমাতেও অভিনয় করে পেয়েছেন প্রশংসা। তবে অনেকেই হয়তো জানেন না—অভিনয়ে আসার আগে তিনি শিক্ষকতা করতেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে মোশাররফ করিমের একটি পুরনো ছবি। নেটিজেনদের দাবি, ছবিটি তাঁর শিক্ষকতা জীবনের সময়ের। জানা গেছে, মোশাররফ করিম একসময় দেশের খ্যাতনামা কোচিং সেন্টার ‘ই-হক’-এ শিক্ষকতা করতেন। সেখানে তিনি ‘শামীম স্যার’ নামে পরিচিত ছিলেন এবং ইংরেজিসহ বিভিন্ন বিষয় পড়াতেন।

এই তথ্য আরও নিশ্চিত করেছেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। এক বেসরকারি টেলিভিশন সাক্ষাৎকারে কণা বলেন, “আমি যে কোচিংয়ে পড়তাম, সেখানে মোশাররফ করিম ভাই পড়াতেন। উনার ডাক নাম শামীম, আমরা শামীম ভাই বলতাম। তবে তখন কোনো ধারণা ছিল না যে তিনি একদিন এত বড় অভিনেতা হবেন। আমরা কেবল জানতাম তিনি মঞ্চ নাটক করেন। উনি খুব রাগী স্যার ছিলেন।”

মোশাররফ করিম অভিনয়ে নাম লেখান ১৯৯৯ সালে এক পর্বের নাটক ‘অতিথি’-তে অভিনয়ের মাধ্যমে। তবে ২০০৪ সাল থেকে নিয়মিতভাবে অভিনয় করতে থাকেন এবং ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের অন্যতম সেরা অভিনেতা। তার জন্ম ১৯৭১ সালের ২২ আগস্ট, বরিশালের গৌরনদী উপজেলায়।

পুরনো এক সাক্ষাৎকারে মোশাররফ করিম নিজেই জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি শিক্ষকতা করতেন। তবে তার মন পড়ে থাকত মঞ্চে। এ কারণেই তিনি তারিক আনাম খানের নেতৃত্বে নাট্যকেন্দ্র মঞ্চদলে যুক্ত হন এবং সেখান থেকেই ধীরে ধীরে তার অভিনয়জীবনের পথচলা শুরু হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন