জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তাদের চলমান আন্দোলনের অচলাবস্থা এখনও কাটেনি। অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বৃহস্পতিবার এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনার আহ্বান জানালেও তা প্রত্যাখ্যান করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বুধবার (২৫ জুন) বিকেল ৫টায় সংগঠনটি জানায়, তারা আলোচনায় অংশ নেবে না। ফলে টানা তিন দিন ধরে চলা কলমবিরতি ও অবস্থান কর্মসূচির কোনো সমাধান দেখা যাচ্ছে না। আগারগাঁও এনবিআর ভবনের সামনে আজও কর্মকর্তারা জড়ো হয়ে তাদের দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যান।
সংগঠনটি ঘোষণা দিয়েছে, আগামী ২৮ জুন দেশের সব কর, কাস্টমস ও ভ্যাট অফিস থেকে ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হবে। সেইসঙ্গে তারা একদফা দাবি হিসেবে জানিয়েছে, বর্তমান এনবিআর চেয়ারম্যানকে অবিলম্বে অপসারণ করতে হবে। তাদের দাবি, রাজস্ব ব্যবস্থার সংস্কার শুরু হবে এই অপসারণের মধ্য দিয়েই।
এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আরও জানিয়েছে, আগামী ৭ জুলাই তারা রাজস্ব ব্যবস্থাপনার একটি পূর্ণাঙ্গ রূপরেখা উপস্থাপন করবে।
আগামী ২৭ জুন দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দেশের সব এনবিআর কার্যালয়ে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া সব কার্যক্রমে কলমবিরতি চলবে। যদি ওই দিন এনবিআর চেয়ারম্যানকে অপসারণ না করা হয়, তাহলে ২৮ জুন থেকে শুরু হবে অনির্দিষ্টকালের জন্য ‘কমপ্লিট শাটডাউন’। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মসূচির বাইরে থাকবে।
উল্লেখ্য, সরকার ১২ মে এনবিআর ও আইআরডি বিলুপ্ত করে দুটি নতুন বিভাগ গঠনের একটি অধ্যাদেশ জারি করে। এরপর থেকেই এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেন। ২৬ মে সরকার জানায়, ৩১ জুলাইয়ের মধ্যে আলোচনার মাধ্যমে অধ্যাদেশে প্রয়োজনীয় সংশোধন আনা হবে। তবে তা নিয়েও অসন্তোষ বিরাজ করছে কর্মকর্তাদের মধ্যে।