টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জীবনে যেমন পর্দায় প্রেম এসেছে বারবার, তেমনি বাস্তব জীবনেও এসেছেন একাধিক পুরুষ। তিনবার বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কিন্তু কোনোটিই দীর্ঘস্থায়ী হয়নি। কেন বারবার তার সম্পর্ক ভেঙে যায়, সেই প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যর্থ বৈবাহিক জীবনের অভিজ্ঞতা ও উপলব্ধি শেয়ার করেন শ্রাবন্তী। তিনি বলেন, “আমি এখনও বিয়েতে বিশ্বাস করি। কারণ আমি বাবা-মায়ের সম্পর্ক দেখে বড় হয়েছি। আমি চাই, যারা বিয়ে করছেন, তারা ভালো থাকুন, একে অপরের প্রতি স্বচ্ছতা বজায় রাখুন।”
নিজের ভুল স্বীকার করে শ্রাবন্তী বলেন, “আমার ভুল ছিল, আমি ভুল মানুষ বেছে নিয়েছিলাম। হয়তো আরও ভালোভাবে ভেবে দেখা উচিত ছিল। আমি খুব আবেগপ্রবণ মানুষ, তাই বাস্তবতা না বুঝে আবেগে ভেসেছি।”
তিনি মনে করেন, একজন মানুষের আত্মসম্মান এবং মানসিক শান্তিই জীবনের আসল বিষয়। তার ভাষায়, “নিজের ভালো থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেখানে সম্মান থাকে, সেখানেই থাকা উচিত। একটাই জীবন, তাই ‘কে কী বলবে’ সেটা না ভেবে, নিজের মনের কথা শুনে এগিয়ে যাওয়া উচিত।”
শ্রাবন্তীর প্রথম স্বামী ছিলেন চলচ্চিত্র পরিচালক রাজীব বিশ্বাস। ২০০৩ সালে তাদের বিয়ে হয় এবং ২০১৬ সালে বিচ্ছেদ হয়। এই সংসারে তাদের একটি ছেলে সন্তান রয়েছে, যার নাম ঝিনুক। এরপর ২০১৬ সালে তিনি বিয়ে করেন মডেল কৃষাণ বিরাজকে, কিন্তু এক বছরেই সেই সম্পর্ক ভেঙে যায়। ২০১৯ সালে তৃতীয়বারের মতো রোশন সিংকে বিয়ে করেন, তবে এক বছর না যেতেই তারা আলাদা হয়ে যান।
শ্রাবন্তীর কথায়, প্রেম বা বিয়ে নিয়ে তার আস্থা এখনও অটুট, তবে এবার হয়তো একটু বুঝে শুনেই পা ফেলতে চান তিনি।