Ridge Bangla

‘বিশেষ সুবিধা’ সুখবর পেলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

সরকারি কর্মচারীদের মতোই এবার বিশেষ সুবিধা পাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। এই সুবিধার আওতায় তাদের বেতন বাড়ছে কমপক্ষে ১ হাজার ৫০০ টাকা। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব (প্রবিধি-৩) মোসা. শরীফুন্নেসা স্বাক্ষরিত এক অফিস আদেশে সোমবার (২৩ জুন) বিষয়টি জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের মধ্যে জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ এবং তার ঊর্ধ্বে অবস্থানকারীরা প্রতিবছর ১ জুলাই তারিখে প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।

অন্যদিকে, গ্রেড-১০ এবং তার নিচের গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতিবছর ১ জুলাই থেকে প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে (যা ১ হাজার ৫০০ টাকার নিচে হবে না) বিশেষ সুবিধা পাবেন।

এর আগে অর্থ মন্ত্রণালয়ের আরেকটি আদেশে সরকারি চাকরিজীবীদের জন্যও বিশেষ সুবিধা বৃদ্ধির ঘোষণা দেওয়া হয়। এতে বলা হয়, কর্মরতদের ন্যূনতম ভাতা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং অবসরভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল যথাক্রমে ১ হাজার ও ৫০০ টাকা।

বর্তমানে দেশে মোট ২৯ হাজার ১৬৪টি এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ২০ হাজার ৪৩৭টি প্রতিষ্ঠান স্কুল ও কলেজ, বাকি প্রতিষ্ঠানগুলো মাদ্রাসা ও কারিগরি। এসব প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীর সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন