Ridge Bangla

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি চালু হচ্ছে

দেশের প্রাথমিক শিক্ষায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হতে যাচ্ছে ‘ফিডিং কর্মসূচি’। দেশের ৬২ জেলার ১৫০টি নির্বাচিত উপজেলায় প্রাথমিক পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

রোববার (২২ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মোহাম্মদ হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক অফিস আদেশে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা কর্মকর্তাদের ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের হালনাগাদ তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

অফিস আদেশে বলা হয়, কক্সবাজার ও বান্দরবান ব্যতীত দেশের অন্যান্য জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্ধারিত ছকে শিক্ষার্থী ও কর্মকর্তাদের তথ্য ৩০ জুনের মধ্যে ই-মেইল (infogpsfp@dpe.gov.bd) এবং হার্ড কপির মাধ্যমে পাঠাতে হবে।

প্রকল্পটি বাস্তবায়িত হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে। সংশ্লিষ্ট বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে তথ্য প্রেরণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

স্কুল ফিডিং কর্মসূচির লক্ষ্য ও প্রভাব:
এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—শিশুদের মধ্যে অপুষ্টি হ্রাস, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষায় মনোযোগ বাড়ানো। দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের শিক্ষার্থীরা এতে বিশেষভাবে উপকৃত হবে। অভিভাবকদের মধ্যে সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহ বাড়বে বলেও আশা করা হচ্ছে।

কী থাকবে খাবারে:
এই কর্মসূচির আওতায় প্রতিদিন বিদ্যালয়ে শিশুদের জন্য পুষ্টিকর খাবার সরবরাহ করা হবে, যাতে তাদের প্রয়োজনীয় শক্তি ও পুষ্টি নিশ্চিত হয়।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন