Ridge Bangla

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুলের বাবা ইন্তেকাল করেছেন

জনপ্রিয় মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুলের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সোমবার (২৩ জুন) সন্ধ্যায় খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পিয়ার বাবা। বিষয়টি নিশ্চিত করা হয়েছে পিয়ার নিজস্ব অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে।

পোস্টে তাঁর বাবার মৃত্যু সংবাদ জানিয়ে রুহের মাগফেরাত কামনা করা হয় এবং দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়। বাবার মৃত্যুসংবাদ পাওয়ার পর পিয়া জান্নাতুল ঢাকায় সব কাজ ফেলে দ্রুত খুলনার উদ্দেশে রওনা হন। জানা গেছে, খুলনাতেই তাঁর বাবার জানাজা ও দাফন সম্পন্ন হবে।

পিয়ার বাবার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, শুভানুধ্যায়ী এবং ভক্তরা সামাজিক মাধ্যমে শোকবার্তা ও সমবেদনা জানিয়ে পিয়া ও তাঁর পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছেন।

উল্লেখ্য, পিয়া জান্নাতুল ২০০৭ সালে ‘মিস বাংলাদেশ’ খেতাব অর্জনের মাধ্যমে আলোচনায় আসেন। এরপর ২০০৮ সালে র‍্যাম্প মডেল হিসেবে শোবিজে তার যাত্রা শুরু হয়। দেশ-বিদেশের বিভিন্ন ফ্যাশন শো ও আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশগ্রহণ করে তিনি জনপ্রিয়তা লাভ করেন।

২০১২ সালে গাজী রাকায়েত পরিচালিত ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পিয়ার অভিষেক ঘটে, এবং তিনি অভিনয়ের জন্য প্রশংসিত হন। মডেলিং ও অভিনয়ের পাশাপাশি তিনি পেশাগতভাবে আইন পেশার সঙ্গেও যুক্ত। বাবার এই অকাল মৃত্যু নিঃসন্দেহে পিয়া ও তাঁর পরিবারের জীবনে এক অপূরণীয় শোক ও শূন্যতা তৈরি করল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন