জনপ্রশাসন সংস্কার কমিশনের ১৮টি প্রস্তাবের মধ্যে দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ও বাস্তবায়নযোগ্য প্রস্তাব হিসেবে চিহ্নিত হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনসংক্রান্ত নীতিমালা।
শুক্রবার (২০ জুন) প্রধান উপদেষ্টার কার্যালয়ে মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় কমিশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি গঠনে বিদ্যমান অনিয়ম রোধ ও কার্যকর প্রশাসনিক কাঠামো নিশ্চিত করতে সংশোধিত নীতিমালা দ্রুত বাস্তবায়ন জরুরি।
বৈঠকে সিদ্ধান্ত হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে আগামী ২ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট নীতিমালা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠাতে হবে। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ৫ কর্মদিবসের মধ্যে ভেটিং সম্পন্ন করে তা ফেরত পাঠাবে। এরপর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ আরও ৫ কর্মদিবসের মধ্যে চূড়ান্তভাবে নীতিমালা জারি করবে।
নীতিমালা জারির এক মাসের মধ্যেই দেশের সকল কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি পুনর্গঠনের কাজ শেষ করতে হবে বলেও বৈঠকে নির্দেশনা দেওয়া হয়।
সভায় আরও উল্লেখ করা হয়, এই প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি কার্যকর মডেল কমিটি গঠনের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।