সীমিত আয়ের সরকারি ও এমপিওভুক্ত চাকরিজীবীদের জন্য ‘পার্সোনাল লোন’ নামে একটি নতুন আর্থিক সহায়তা কর্মসূচি চালু করেছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংক। জীবনযাত্রার মান উন্নয়ন ও সাময়িক আর্থিক সংকট মোকাবেলায় এই ঋণ সুবিধা চালু করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই ঋণ সুবিধা পাবেন সরকারি, আধা-সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত স্থায়ী কর্মকর্তা-কর্মচারীরা। তবে তাঁদের চাকরির মেয়াদ কমপক্ষে ২ বছর এবং ফান্ড রিলিজ লেটার (FRL) সহ মোট চাকরির মেয়াদ অন্তত ৫ বছর হতে হবে।
কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা পূর্বে কনজিউমার ক্রেডিট সুবিধা গ্রহণ করেছেন, তারা এই পার্সোনাল লোনের জন্য আবেদন করতে পারবেন না।
ঋণের শর্তাবলি অনুযায়ী:
-
সর্বনিম্ন ঋণের পরিমাণ: ১ লক্ষ টাকা
-
সর্বোচ্চ ঋণের পরিমাণ: ১০ লক্ষ টাকা
-
সুদের হার: ৯ শতাংশ (পরিবর্তনযোগ্য)
-
মেয়াদকাল: সর্বোচ্চ ৫ বছর
-
প্রসেসিং ফি: ৫০০ টাকা
-
মাসিক কিস্তি: অ্যামোরটাইজেশন পদ্ধতিতে নির্ধারিত হবে এবং যাদের বেতন কৃষি ব্যাংকে জমা হয়, তাঁদের ক্ষেত্রে কিস্তি বেতন থেকেই স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে।
মাসিক কিস্তির উদাহরণ:
-
১ লক্ষ টাকা ঋণে ১ বছরের জন্য কিস্তি ৮,৭৪৫ টাকা এবং ৫ বছরের জন্য ২,০৭৬ টাকা।
-
১০ লক্ষ টাকা ঋণে ৫ বছরের কিস্তি ২০,৭৬০ টাকা।
আগ্রহী গ্রাহকদের নিজ নিজ কৃষি ব্যাংক শাখার ইনভেস্টমেন্ট বা ক্রেডিট ডেস্কে সরাসরি যোগাযোগ করে আবেদন করতে বলা হয়েছে। আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র ও নির্দেশনা সেখান থেকেই সংগ্রহ করা যাবে।
বাংলাদেশ কৃষি ব্যাংক জানিয়েছে, “সীমিত আয়ের চাকরিজীবীদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই এই কর্মসূচি চালু করা হয়েছে।”