Ridge Bangla

‘আমি শাশুড়ি হয়ে গিয়েছি’, স্বীকারোক্তিতে শ্রাবন্তী

টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য ২০২৫ সালটি ব্যস্ততা ও সাফল্যের মিশেলে কাটছে। একের পর এক নতুন ছবিতে অভিনয়, ধারাবাহিক মুক্তি পাওয়া সিনেমা এবং সামনে রয়েছে বহুল প্রতীক্ষিত ‘দেবী চৌধুরানী’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী, যা দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এই সময় শ্রাবন্তীর প্রতিযোগীতা চলছে তার দুই সহ-অভিনেতার ছবির সঙ্গে—শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘রক্তবীজ ২’ এবং দেবের ‘রঘু ডাকাত’। তবে নিজের কাজ নিয়ে আত্মবিশ্বাসী শ্রাবন্তী বলেন, “আমি সবসময় আমার চরিত্রে সেরা দেওয়ার চেষ্টা করি, দর্শক সেটা অনুভব করবেন।”

পর্দার গ্ল্যামারাস রূপে দীর্ঘদিন ধরে দর্শকদের মন জয় করে আসা এই অভিনেত্রী ব্যক্তিগত জীবনেও এক সংগ্রামী নারী। অল্প বয়সে মা হন এবং পরবর্তীতে বিচ্ছেদের পর একাই বড় করে তোলেন ছেলে ঝিনুককে। ছেলেকে শুধুই সন্তান নয়, বরং নিজের সবচেয়ে বড় ‘সাপোর্ট সিস্টেম’ হিসেবেই দেখেন শ্রাবন্তী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ছেলের বিয়ের প্রসঙ্গ উঠলে হাসতে হাসতে তিনি বলেন, “আমি একদমই টিপিক্যাল শাশুড়ি হব না। আমি খোলা মনের মানুষ। আর আমার ছেলে একদম আমার মতো।” এরপর মজার ছলে যোগ করেন, “আসলে আমি তো এখনই শাশুড়ি হয়ে গিয়েছি! আমাদের একান্নবর্তী পরিবারে আমার দিদির ছেলের বিয়ে হয়েছে। আমি এখনই শাশুড়ি!”

চলচ্চিত্রে টানা সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও দৃঢ়তায় এগিয়ে চলা শ্রাবন্তী এখন দর্শকের অপেক্ষায়—‘দেবী চৌধুরানী’ দিয়ে তিনি এবার কতটা বাজিমাত করতে পারেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন