Ridge Bangla

পাকিস্তানি অভিনেত্রী আয়েশা খানের মরদেহ উদ্ধার

পাকিস্তানের প্রখ্যাত অভিনেত্রী আয়েশা খানকে মৃত অবস্থায় উদ্ধার করেছে করাচি পুলিশ। শুক্রবার (২০ জুন) করাচির গুলশান-ই-ইকবাল এলাকার নিজ ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। দেশটির শীর্ষ সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, ৭৭ বছর বয়সী আয়েশা খান দীর্ঘদিন একা বসবাস করতেন এবং তার মৃত্যু ঘটেছে প্রায় এক সপ্তাহ আগে বলে ধারণা করছে পুলিশ।

প্রতিবেশীরা জানান, আয়েশার ফ্ল্যাট থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে তারা পরিবারের সদস্যদের খবর দেন। পরে পুলিশ এসে ফ্ল্যাটের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে। মরদেহ প্রথমে নেওয়া হয় করাচির জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে, পরে স্থানান্তর করা হয় ইধি ফাউন্ডেশনের সোহরাব গোঠের মর্গে। পরিবারের অনুরোধে মরদেহের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানাজার সময় ও স্থান পরে জানানো হবে।

আয়েশা খান ছিলেন পাকিস্তানি বিনোদন অঙ্গনের এক উজ্জ্বল নাম। জনপ্রিয় অভিনেত্রী খালিদা রিয়াসাতের বড় বোন আয়েশা ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি ‘আফশান’, ‘আরুসা’, ‘ফ্যামিলি ৯৩’-এর মতো পিটিভির নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি লাভ করেন। পরবর্তী সময়ে ‘মেহেন্দি’, ‘নাকাব জান’, ‘ভরোসা প্যায়ার তেরা’, ‘বিসাত-এ-দিল’ সহ একাধিক নাটক ও টেলিফিল্মেও তার উপস্থিতি দর্শকের মনে ছাপ ফেলেছিল।

তাঁর এই নিঃসঙ্গ মৃত্যু এবং মরদেহ উদ্ধারের ঘটনা পাকিস্তানের সাংস্কৃতিক অঙ্গনে শোক ও বিষাদের ছায়া ফেলেছে। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকপ্রিয় কাজের মধ্য দিয়ে তিনি স্মরণীয় হয়ে থাকবেন।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন