বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর ও অভিনেতা অভিষেক বচ্চনের প্রেম কাহিনি এক সময় ছিল চর্চার কেন্দ্রবিন্দু। পাঁচ বছরের সম্পর্ক, পারিবারিক ঘনিষ্ঠতা, বাগদান—সব কিছু মিলিয়ে সম্পর্কটি ছিল অনেকটাই স্থির ও প্রত্যাশিত এক পরিণতির দিকে। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক ভেঙে যায়, যার কারণ আজও রহস্যে ঢাকা।
সম্প্রতি কারিশমার প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুরের মৃত্যু পরবর্তী সময়ে, ফের আলোচনায় এসেছে এই অভিনেত্রীর অতীত সম্পর্ক ও ব্যক্তিজীবনের নানা অধ্যায়। জানা গেছে, অভিষেক ও কারিশমার সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছিল দুই পরিবারের আত্মীয়তার সূত্রে। অভিষেকের দিদি শ্বেতা বচ্চনের বিয়ে হয়েছিল নন্দা পরিবারে, যারা কারিশমার মামার আত্মীয়। সেই সূত্রে দুই পরিবার একসময় খুব কাছাকাছি আসে।
২০০২ সালে একটি অনুষ্ঠানেই জয়া বচ্চন আনুষ্ঠানিকভাবে তাদের বাগদানের ঘোষণা দেন। আয়োজনও হয় জাঁকজমকপূর্ণ। কারিশমা সেই সময় বলেছিলেন, তিনি বচ্চন পরিবারের অংশ হতে পেরে গর্বিত। কিন্তু বিয়ের আগেই সব ভেঙে যায়।
যদিও কোনো পক্ষই কখনো প্রকাশ্যে কারণ জানাননি, বলিউডে জোর গুঞ্জন—এই সম্পর্ক ভাঙার পেছনে ছিলেন কারিশমার মা ববিতা কাপুর। তিনি নাকি চাননি তাঁর কন্যার বিয়ে অভিনয়ে সদ্য পা রাখা এক ‘নবাগত’ অভিনেতার সঙ্গে হোক। এমনকি অমিতাভ বচ্চনের কিছু সম্পত্তি অভিষেকের নামে লিখে দেওয়ার দাবিও জানান তিনি—যা বচ্চন পরিবার নাকচ করে দেয় বলে প্রচার রয়েছে।
এই দাবিগুলো কখনোই আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি, তবে সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব, ক্যারিয়ার নিরাপত্তা ও পারিবারিক মতানৈক্যই হতে পারে সম্পর্ক ভাঙার মূল কারণ—এমনটাই মনে করেন বলিউড সংশ্লিষ্টরা। সময়ের ব্যবধানে তারা দুজনেই চলে গেছেন ভিন্ন জীবনের পথে, কিন্তু তাদের সম্পর্ক ও বিচ্ছেদ আজও রয়ে গেছে বলিউড ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায় হিসেবে।