Ridge Bangla

জিম থেকে বেরিয়ে বিরক্ত সামান্থা, প্রেমের গুঞ্জন ও ট্যাটু নিয়ে নতুন জল্পনা

দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফের আলোচনায়। তবে এবার কোনও সিনেমা নয়, বরং ব্যক্তিগত প্রতিক্রিয়া ও সম্পর্ক নিয়ে শিরোনামে উঠে এসেছেন তিনি।

সম্প্রতি মুম্বাইয়ের এক জিম থেকে বের হওয়ার সময় পাপারাজ্জিদের উদ্দেশে বিরক্তি প্রকাশ করেন সামান্থা। সেদিন তিনি ছিলেন বেইজ ও ব্রাউন রঙের জিমওয়্যার পরে, এলোমেলোভাবে বাঁধা চুলে, হাতে পানির বোতল ও ফোন নিয়ে ব্যস্ত। ফোন কলে কথোপকথন শেষ করেই হঠাৎ রেগে গিয়ে বলেন, “স্টপ ইট, গাইস!” এবং কোনও ছবি না তুলতেই গাড়িতে উঠে স্থান ত্যাগ করেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়। কেউ কেউ এটি ব্যক্তিগত গোপনীয়তার প্রতি তার স্পষ্ট অবস্থান হিসেবে দেখছেন, আবার অনেকেই বিষয়টিকে অহংকারী আচরণ বলেও সমালোচনা করছেন।

এদিকে সামান্থার ব্যক্তিগত জীবন নিয়েও জল্পনা তুঙ্গে। শোনা যাচ্ছে, তিনি নির্মাতা রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে রয়েছেন। সম্প্রতি তাদের একাধিকবার একসঙ্গে দেখা গেছে, এমনকি সোশ্যাল মিডিয়াতেও তাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।

আরও আলোচনায় এসেছে সামান্থার ঘাড়ের পেছনের সেই বিখ্যাত ট্যাটু, যাতে লেখা ছিল “Ye Maaya Chesave”—প্রাক্তন স্বামী নাগা চৈতন্যর সঙ্গে তার প্রথম সিনেমার স্মারক। কিন্তু সাম্প্রতিক ছবিতে ওই ট্যাটু আর দেখা যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তিনি এটি লেজার ট্রিটমেন্টে মুছে ফেলেছেন।

ক্যারিয়ার ও ব্যক্তিজীবনের নানা ওঠানামার মধ্যেও সামান্থা এখনো রয়েছেন ভক্তদের আগ্রহের কেন্দ্রে। তার প্রতিটি সিদ্ধান্ত যেমন আলোচনার জন্ম দেয়, তেমনি তার ব্যক্তিত্ব, পেশাদারিত্ব ও আবেগপ্রবণতা তাকে আলাদা করে তুলে ধরে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন